Category
Popular
-
Katan sharee
-
তাঁতের জামদানী শাড়ী ৳ 750.00
-
সুতি থ্রী পিছ
-
বাটিক থ্রী পিছ ৳ 800.00
-
বাটিক থ্রী পিছ ৳ 800.00

My account
Login
Know Us

আমি নাহিদা আক্তার বন্যা একজন নারী উদ্যোক্তা সিরাজগঞ্জ থেকে যুক্ত হইছি। সিরাজগঞ্জ দেশের অন্যতম তাঁত অধ্যুষিত এলাকা। এ জেলা তাঁত বস্র উৎপাদনের জন্য অত্যন্ত সুপরিচিত। প্রতিবছর এ জেলায় হস্ত চালিত তাঁত থেকে প্রায় ২৩ কোটি মিটার বস্র উৎপাদিত হয়ে থাকে। এ ছাড়া এ শিল্প সিরাজগঞ্জ জেলায় প্রায় ৩ লক্ষ লোকের কর্ম সংস্থানের সৃষ্টি করেছে। সিরাজগঞ্জ জেলার তাঁতিরা শাড়ি ,লুঙ্গি,গামছা,থান কাপর,থ্রী পিছ সহ বিভিন্ন প্রকার বস্র উৎপাদন করে থাকে। আমার এই অন লাইন শপে এসব তাঁতের শাড়ী ছাড়া পাবেন দেশের বিভিন্ন জায়গার মান সম্মত থ্রী পিস। সাইট টি ভিজিট করার জন্য ধন্যবাদ।
Read More